26.6 C
Murshidābād
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
দেশ

অধীর চৌধুরীকে বক্তব্য জানানোর সুযোগ দেবে সংসদের স্বাধিকার রক্ষা কমিটি

সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর ‘সাসপেনশন’-এর বিষয় নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিল স্বাধিকার রক্ষা কমিটি। সেই বৈঠকে ঠিক হয়েছে, অধীরকে ডেকে তাঁর বক্তব্য শোনা হবে। স্বাধিকার রক্ষা কমিটির পরবর্তী বৈঠক হওয়ার কথা ৩০ অগস্ট।

গত ১০ অগস্ট ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ তুলেন  মন্ত্রী প্রহ্লাদ জোশী, অধীর চৌধুরীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের । সেই প্রস্তাবকে গ্রহণ করে অধীরকে ‘সাসপেন্ড’ করেন স্পিকার ওম বিড়লা। অবশ্য তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ চলাকালীন অধীর-সহ ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা সভা থেকে ওয়াকআউট করেছিলেন। অধীরকে ‘সাসপেন্ড’ করা নিয়ে অনেকে এ প্রশ্নও তুলেছিলেন যে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কী ভাবে এমনটা করা যায়? এর পরেই জানা গেল, অধীরকে ডেকে তাঁর বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছে সংসদের স্বাধিকার রক্ষা কমিটি।
 
 অধীর অবশ্য আগেই জানিয়েছিলেন, স্বাধিকার রক্ষা কমিটি ডাকলে তিনি যাবেন। কিন্তু ক্ষমা চাইবেন না। অধীরের বলেন , ‘‘আমি কোনও অসংসদীয় শব্দ বলিনি। কাউকে আঘাত বা অপমান করিনি। হয়তো বিজেপি আগামী দিনে ‘গেরুয়া অভিধান’ চালু করবে। শাসক পক্ষের সাংসদদের সব কিছু বলার ছাড়পত্র থাকবে। বিরোধীদের জন্য থাকবে নানা বিধিনিষেধ।’’ সাসপেনশনের সিদ্ধান্তকে ‘সংখ্যাগরিষ্ঠের দাদাগিরি’ বলেও আক্রমণ শানিয়েছিলেন অধীর। তাঁর কথায়, ‘‘শুধু প্রহ্লাদ জোশী কেন, বিজেপির সব নেতা মিলে যদি আমার একটা শব্দ, একটা ব্যাখ্যা মানুষের বিচারে ‘ভুল’ প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব”।

Related posts

ছয় মাস পর তিহাড় জেল থেকে মুক্ত পেলেন অরবিন্দ কেজরীওয়াল

admin

বিজেপির ‘মোদী গ্যারান্টি’ ইস্তাহার প্রকাশ। তাতে বাংলাকে কি বিশেষ গুরুত্ব দেওয়ার স্পষ্ট ইঙ্গিত!

Admin@sangba

ভূমিকম্পকে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ বাংলাদেশ

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য