ধূপগুড়ি আসনে গত ৮ অগস্ট জাতীয় নির্বাচন কমিশন বিধানসভার উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে।তার পরেই এই প্রথম দল হিসাবে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম। ভোটগ্রহণ আগামী ৫ সেপ্টেম্বর।
আলিমুদ্দিন স্ট্রিট প্রার্থী ঘোষণা করল অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে।গত বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম এবং কংগ্রেস।তার পর সাগরদিঘি উপনির্বাচনে জিতে বাম কংগ্রেস। জোট প্রার্থী কংগ্রেস । কিন্তু জয়ের তিন মাস না কাটতেই কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে শামিল হওয়ায় ফের শূন্য হয়ে গিয়েছে জোট। ধূপগুড়িতে সেই কংগ্রেসের হাত ধরেই এ বার ভোটের লড়াইয়ে নামছে বামেরা। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ধূপগুড়িতে তারা বামেদের সমর্থন করবে। যে হেতু লড়াই তৃণমূলের বিরুদ্ধে, তাই জাতীয় স্তরের বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও কার্যকরী হচ্ছে না জলপাইগুড়ি জেলার এই আসনের উপনির্বাচনে।
ঈশ্বর কী বিধানসভায় খাতা খুলতে পারবে সিপিএম এর?
প্রতি মুহূর্তে , খবরের সাথে। ফলো করুন আমাদের Google News, Facebook পেজ)