26.6 C
Murshidābād
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
রাজ্য

কংগ্রেসের ‘হাতেই’ ভরসা রাখল বাংলার সিপিএম

ধূপগুড়ি আসনে গত ৮ অগস্ট জাতীয় নির্বাচন কমিশন বিধানসভার উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে।তার পরেই এই প্রথম দল হিসাবে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম। ভোটগ্রহণ আগামী ৫ সেপ্টেম্বর।

আলিমুদ্দিন স্ট্রিট প্রার্থী ঘোষণা করল অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে।গত বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম এবং কংগ্রেস।তার পর সাগরদিঘি উপনির্বাচনে জিতে বাম কংগ্রেস। জোট প্রার্থী কংগ্রেস । কিন্তু জয়ের তিন মাস না কাটতেই কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে শামিল হওয়ায় ফের শূন্য হয়ে গিয়েছে জোট। ধূপগুড়িতে সেই কংগ্রেসের হাত ধরেই এ বার ভোটের লড়াইয়ে নামছে বামেরা। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ধূপগুড়িতে তারা বামেদের সমর্থন করবে। যে হেতু লড়াই তৃণমূলের বিরুদ্ধে, তাই জাতীয় স্তরের বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও কার্যকরী হচ্ছে না জলপাইগুড়ি জেলার এই আসনের উপনির্বাচনে।
ঈশ্বর কী বিধানসভায় খাতা খুলতে পারবে সিপিএম এর?
 
প্রতি মুহূর্তে , খবরের সাথে। ফলো করুন আমাদের Google News, Facebook পেজ)

Related posts

নির্যাতিত শিশুর দেহের ময়নাতদন্ত হবে রবিবার, থমথমে জয়নগর।

admin

ট্রেনের চাকা গড়াল দু’ঘণ্টা পর। লাঠিচার্জ করে অবরোধ তুলল জিআরপি।

admin

১২০ কিমি বেগে উপকূলে ঝড় বইছে। স্থলভাগ অতিক্রম ‘ডেনা’-র।

admin

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য