ইসলামাবাদ, ১৬ আগস্ট: পাকিস্তানে এক ধাক্কায় বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রলের দাম বাড়ল ১৮ টাকা এবং ডিজেলের দাম বাড়ল ২০ টাকা। বর্তমানে পাক মুদ্রাস্ফীতি চরমে। দু’বেলা পেটের ভাত জোগাতেই নাভিশ্বাস উঠছে পাক নাগরিকদের। তার মধ্যেই আবারো বাড়ানো হলো তেলের দাম। লাগামছাড়া এই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে কার্যতই নতুন বিপত্তি বাড়ছে পাক জনগণের । পাকিস্তানে পেট্রলের দাম বেড়ে হল ২৯০.৪৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ২৯৩.৪০ টাকা।