26.6 C
Murshidābād
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
রাজ্য

তৃণমূলের জয় ধূপগুড়ি উপনির্বাচন

শান্তিতেই মিটেছিল ভোটগ্রহণ। বিজেপির হাত থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ছিনিয়ে নিল শাসক তৃণমূল। শুক্রবার গণনার শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল ধূপগুড়িতে। গত বিধানসভা নির্বাচনের ফল ধরে রেখে বিজেপির জিতবেন, না তৃণমূল জিতবেন তা নিয়ে জোর আলোচনা চলছিল। কিন্তু শেষ হাসি হাসল তৃণমূল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,২১৩ ভোটে হারিয়ে জয় নিশ্চিত করলেন শাসকদলের নির্মলচন্দ্র রায়।
ধূপগুড়িতে শুক্রবার সকালের লড়াইটা শুরু হয়েছিল সমানে সমানে। পোস্টাল ব্যালট এবং প্রথম কয়েক রাউন্ডের গণনায় এগিয়ে ছিলেন বিজেপির তাপসী। তবে এর পর আস্তে আস্তে ঘুরতে থাকে। ভোটের নিরিখে বিজেপি প্রার্থীর সঙ্গে ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে তৃণমূল প্রার্থীর। চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। তবে পঞ্চম রাউন্ডের পর থেকে আর ফিরে তাকাতে হয়নি শাসকদলকে। একে একে প্রতিটি রাউন্ডেই বিজেপিকে চাপে রেখে এগিয়ে ছিল তৃণমূল। সব রাউন্ডের গণনা শেষে দেখা যায়, তাপসীকে চার হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন নির্মলচন্দ্র। ধূপগুড়ির জনগণ শাসকদ-কেই সায় দিয়েছে। এর পর শুরু হয় তৃণমূল কর্মী-সমর্থকদের আবির খেলার ধুম। হাতে হাতে মিষ্টি বিতরণ। সারা ধূপগুড়ি জুড়ে উৎসবের মেজাজে মাতেন শাসকদলের কর্মী-সমর্থকেরা।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জয় পায়নি বিজেপি। বিধানসভা ভোটে জেতা জোড়া আসন দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচনে হেরে যায় তারা। ফলে দলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল ধূপগুড়ি। অন্য দিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও শেষটিতে হারতে হয়েছিল তৃণমূলকে। সাগরদিঘিতে জিতেছিল কংগ্রেস। পরে বিধায়ক বাইরন বিশ্বাস অবশ্য তৃণমূলে যোগ দিলেও শাসকদলের ভোটে হারার ক্ষত রয়েই গিয়েছে। সেই ক্ষতে খানিক প্রলেপ লাগিয়ে ধূপগুড়ি জিতে নিল তৃণমূল।

Related posts

চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনে নির্বাচন

Admin@sangba

নির্যাতিতার বাবা কাছে শুভেন্দুর আর্জি দলহীন জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিন।

admin

এক লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে কী ভাবে আলোচনা ছাড়াই ? আঙুল তুলল নবান্ন ডিভিসির দিকে।

admin

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য