সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক , কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে সম্মেলন ছিল। সেখানে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান। রাজ্য সরকার ভাতা দিলেও তা বণ্টন করে ওয়াকফ বোর্ড। সোমবার নেতাজি ইনডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ-ও ঘোষণা করলেন, পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে।
এতদিন ইমামরা মাসে ভাতা পেতেন ২,৫০০ টাকা করে । সেটা বেড়ে হল ৩০০০ টাকা। আর মোয়াজ্জেমরা ভাতা পেতেন মাসে ১০০০ টাকা করে, তাঁরা এ বার থেকে মাসে ১৫০০ টাকা করে পাবেন।
২০১২ সাল থেকে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়া চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এক দিকে দিল্লি টাকা দিচ্ছে না। অন্য দিকে রাজ্যের টাকায় ১০০ দিনের কাজের মতো প্রকল্প চালাতে হচ্ছে। সেইসঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, ছাত্রদের স্কলারশিপ-সহ অন্য সামাজিক প্রকল্পগুলি চলছে। তার মধ্যেও আমরা ভাতা বৃদ্ধির চেষ্টা করলাম”। ভাতা বৃদ্ধির ঘোষণা হতেই ইমাম-মোয়াজ্জেমদের করতালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
(প্রতি মুহূর্তে , খবরের সাথে। ফলো করুন আমাদের Google News, Facebook পেজ)