নয়াদিল্লি: এমনই অভিযোগ ওঠে চণ্ডীগড় বিমানবন্দরে বৃহস্পতিবার চড় মারা হয়েছে কঙ্গনা রানাউতকে। অভিযোগ ওঠে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করল CISF। স্থানীয় পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে দায়ের করা হল FIR-ও। মহিলা সিআইএসএফ জওয়ানের নাম কুলবিন্দর কৌর। অভিনেত্রী-সাংসদ দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। ভাইরাল হওয়া এক ভিডিওয় শোনা যায়, কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তারপরই আজকের ঘটনা। এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং সাসপেন্ড করা হয় অভিযুক্ত মহিলা জওয়ানকে। এক উচ্চপদস্থ সিআইএসএফ জওয়ান জানান যে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওই অভিযুক্ত জওয়ানকে বলতে শোনা যায়, ‘উনি বলেছেন মহিলারা ১০০-১০০ টাকা নিয়ে বসেছিলেন কৃষক আন্দোলনে। আমার মা-ও বসেছিলেন ওই আন্দোলনে।’ এই ভিডিও ট্যুইট করা হলে মুহূর্তে ভাইরাল হয়। এই প্রসঙ্গে কঙ্গনা নিজেও একটি ভিডিও পোস্ট করেন। তাঁকে সেখানে বলতে শোনা যায়, ‘নমস্কার বন্ধুরা। আমার কাছে প্রচুর ফোন আসছে, মিডিয়ারও, আমার শুভাকাঙ্ক্ষীদেরও। প্রথমেই বলি যে আমি সুরক্ষিত আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে সেটা সিকিউরিটি চেকিংয়ের সময় হয়েছে। যেই আমি চেকিং করে বেরোই, পাশের কেবিনে যে মহিলা সুরক্ষাকর্মী ছিলেন সিআইএসএফের, তাঁকে পেরিয়ে আসার অপেক্ষা করছিলেন। আর পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালিগালাজ করতে থাকেন। আমি যখন জিজ্ঞেস করি যে ওঁকে যে কেন এমন করলেন, তখন তিনি বলেন যে তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আমি সুরক্ষিত, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে পাঞ্জাবে যে আতঙ্কবাদ ও উগ্রবাদ বাড়ছে, সেটা কীভাবে সামলানো যাবে? ধন্যবাদ।’ এই ভিডিও পোস্ট করেন।