সংবাদ অনুক্ষণ অনলাইন ডেস্ক, ০৫ মার্চ ২০২৪ : ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিপাকে, হঠাৎই লগআউট হয়ে যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। দুনিয়া জুড়েই এই সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা সমস্যার কথা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন। সমস্যার কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি অভিভাবক সংস্থা মেটা। ব্যবহারকারীদের অভিযোগ, নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তার পর চাইলেও আর লগ ইন করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে।
(প্রতি মুহূর্তে খবরের সাথে। ফলো করুন আমাদের)