সংবাদ অনুক্ষণ ডেস্ক: কেশপুরের একটি বুথে সকাল আটটার সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার পর সকাল ৯টার সময় কেশপুরের অন্য একটি বুথে যাওয়ার পথে ধু-ধু মাঠের মাঝে হিরণের কনভয় আটকে দিল পুলিশ। সেখানেও বচসা।
বেলা ১১টা পর হিরণের কনভয়ের সামনে রাস্তায় শুয়ে পড়লেন এক দল লোক। কেশপুরে থমে যায় কনভয়।তখন বিজেপি পার্থী গাড়ির ভিতরে থেকে সংবাদমাধ্যমে বলতে থাকেন ‘‘এই দেখুন, এই দেখুন তৃণমূলকে। আমায় আটকাতে ওরা কী করছে।’’ পুলিশের দিকে তাকিয়ে আরও গলা তুলে বললেন, ‘‘দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না আপনারা?’’
দুপুর সওয়া ১১২টয় হিরণ কেশপুরের বুথের সামনে পুলিশের সঙ্গে তর্কাতর্কি তে আবার ও জড়ান। হিরণের কেশপুরকে দেখে দুপুর ১টার সময় ‘পাকিস্তান’ মনে হচ্ছে।
বেলা গড়িয়ে বিকাল ৪টের সময় হিরণ কেশপুরে দাঁড়িয়ে দাবি করলেন, গোটা কেশপুরে পুনর্নির্বাচন চান। বললেন, ‘‘ভোট কোথায়? শুধু পাগলু ডান্স হয়েছে।’’
হিরণ কেশপুরেই হাঁপিয়ে গেলেন এবং কেশপুর থেকে হিরণ একবারও বেরলেন না। তবে রাজনৈতিক মহলের অনেকেই বলেছিলেন, ঘাটালের ফলাফল কী হবে, তা নির্ভর করবে কেশপুরের লিড কেমন হবে তার উপর। সেই কারণেই দিনভর কেশপুরে হিরণ পড়েছিলেন কি না তা-ও কৌতূহল। ৪ জুন সেটা স্পষ্ট হবে।