সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা, রায়গঞ্জ : সোমবার এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ‘তাঁকে জেলে পাঠানো হলেও তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন’। এই রায়ের পিছনে তিনি বিজেপির হাতই দেখছেন। কেন? সেটাও বললেন মমত। তিনি জানান, বিচারালয় আসলে বিজেপির। বিচারপতিদের সে ক্ষেত্রে কোনও দোষ নেই। দোষ হল বিজেপির। আর সে কারণেই তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। তাঁদের হয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মমতা উচ্চ আদালতে যাবেন।২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। মুখ্যমন্ত্রী সোমবার রায়গঞ্জের জনসভায় জানিয়েছেন, প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারালে তার প্রভাব পড়বে তাঁদের পরিবারের উপর। মমতার কথায়, ‘‘২৬ হাজার শিক্ষক মানে দেড় লক্ষ পরিবার।’’ এই পরিবারগুলির পাশে থাকবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপি তাঁকে জেলে পাঠালেও সরবেন না। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘‘কী করবেন? আমায় জেলে পাঠাবেন? মানুষের পাশ থেকে সরব না। পরিবারের পাশে আছি।’’
‘চিন্তা করবেন না, হতাশ হবেন না, যত দূর দরকার লড়াই করব’, মুখ্যমন্ত্রীর আশ্বাস চাকরিহারাদের এই রায়ের জন্য মমতা বার বার বিজেপিকেই দুষেছেন।