সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা, কলকাতা : বর্তমান সময়ে বাংলার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়োগ ‘দুর্নীতি’ মামলা। নিয়োগ সংক্রান্ত একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে কোর্টে। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে । আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত। সকলের চাকরি বাতিল করা হলেও সোমা দাস নামের এক চাকরিপ্রাপক চাকরি বাতিল করেনি। ক্যান্সারে আক্রান্ত সোমা দাস তাই মানবিক কারণে তাঁর চাকরি বাতিল করেনি হাই কোর্টের বিশেষ বেঞ্চ।
সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসা মামলাগুলি হাই কোর্টে সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে। সোমবার রায় ঘোষণা করল আদালত। ২৮১ পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক।
previous post