সংবাদ অনুক্ষণ অনলাইন , কলকাতা : আজ রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা ঘোষণা করবেন আপাতত ৪২টি আসনেই । ক’দিন আগে বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, আপাতত বাংলার ৪২টি আসনের পাশাপাশি মেঘালয়ের তুরা এবং অসমেও দু’টি আসনে প্রার্থীদের নাম ব্রিগেড থেকেই ঘোষিত হবে। এই প্রেক্ষিতে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে চলেছে তৃণমূল। এর ফলে একটা বিষয় নিশ্চিত যে, রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের আর কোনও সম্ভাবনা থাকছে না। তৃণমূল রাজ্যে একাই লড়াই করতে চলেছে। যা বেশ কিছু দিন আগে থেকেই বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
previous post