সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা: আগামী লোকসভা নির্বাচন এ রাজ্যে সাত দফায় হতে চলেছে। বেশির ভাগ সরকারি স্কুলেই চলবে ভোটগ্রহণ। সে কারণে নির্ধারিত গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে। সেই নিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে জানানো হল, ভোটের কারণে রাজ্যের বিভিন্ন জেলার স্কুল ছুটি দেওয়া হবে আলাদা আলাদা তারিখে।
১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা ভোট শুরু। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই কারণে ওই তিন জেলায় ১৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ২০ এপ্রিল, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে স্কুল। ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে। সে কারণে ২৪ এপ্রিল, বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলি বন্ধ রাখা হবে। ২০২৪ সালের ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি শুরু হবে। শেষ হবে ২ জুন।