সংবাদ অনুক্ষণ ডেস্ক: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বিজেপি প্রার্থী তালিকা ১৯৫ আসনে। তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। স্লোগান তুলেছে ‘অব কি বার, ৪০০ পার’। দলীয় সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য অন্তত ৩৭০ আসন। বারাণসী থেকে আবার প্রার্থী হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থীও। বাংলার প্রার্থী তালিকায় রয়েছেন কাঁথি কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার, জয়নগরে অশোক কান্ডারী, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ায় রথীন চক্রবর্তী, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোলে পবন সিংহ, বোলপুরে প্রিয়া সাহা ।