সংবাদ অনুক্ষণ অনলাইন: প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণার দীর্ঘ দিন পর দীর্ঘ বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে রবিবার রাতে ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। তবে এখনও চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে জট থেকেই গেল। প্রত্যাশা মতোই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংহের নাম রয়েছে প্রার্থী তালিকায়। তার সঙ্গে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও।
কলকাতা উত্তর থেকে তাপস রায়। ব্যারাকপুর থেকে অর্জুন সিং। তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে।
সন্দেশখালির ঘটনার পর গত কয়েক মাসে বিজেপি বাংলার রাজনৈতিক ছবির অনেকটাই অন্য মাত্রা এনেছে। সেই কারণেই বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালি, সেখানকার বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিল। রবিবার বিজেপি বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে সন্দেশখালিরই এক গৃহবধূকে। তাঁর নাম রেখা পাত্র। সন্দেশখালির ঘটনায় এই রেখাই এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে। তবে এ বারও বাংলার ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি।
previous post