সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা: ১৬ এপ্রিল মঙ্গলবার রায়গঞ্জে কার্তিক পালের সমর্থনে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই আক্রমণ করলেন রাজ্যের শাসকদলকে।মোদী বলেন, ‘‘বাংলায় দুর্নীতি, অপরাধ এখন ফুলটাইম ব্যবসা। এখানে কেন্দ্রীয় সংস্থার উপর প্রকাশ্যে হামলা হয়। এখানে রাজনৈতিক হত্যা হয়। বাংলার সব মানুষ বলছে, তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা, অত্যাচার, দুর্নীতি, পরিবারবাদ। ’’
‘‘অতীতে কংগ্রেস বিরোধী রাজ্যকে টাকা দিত না। টাকার জন্য দিল্লিতে ঘুরতে হত। তখন আমি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম। কংগ্রেস দেখত, কোথায় ওদের সরকার, কোথায় বিরোধীরা। আজ ছবিটা অন্য রকম। আমি সব জেলার উন্নয়নের জন্য বরাদ্দ পাঠাই। বাংলাতেও পাঠাই। তৃণমূল চায়, মোদীর প্রকল্প যাতে সাধারণের কাছে না পৌঁছয়। হয় তারা কেন্দ্রের যোজনা বন্ধ করে দেয়, নয়তো নিজেদের স্টিকার লাগিয়ে দেয়। সারা দেশে কোটি কোটি মানুষ আয়ুষ্মান যোজনায় ফ্রি চিকিৎসা পাচ্ছেন। বাংলায় তৃণমূল সরকার সেই সুবিধা দিতে দিচ্ছে না।’’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘ বাংলার সরকার বলুক, আমাদের অনুমতি কেন নেওয়া হয়নি। ওরা উন্নয়ন করতে দিচ্ছে না। পিএম আবাস যোজনায় গরিবদের বদলে ঘর ভুল লোকদের দেওয়া হচ্ছে। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিয়েছিল। তৃণমূল সেই টাকাও খেয়ে নিচ্ছে। এই তৃণমূলকে কি ক্ষমা করা উচিত? বাংলার উন্নয়ন নিয়ে ওদের চিন্তা নেই। ওরা ইচ্ছা করে বাংলাকে গরিব বানিয়ে রাখতে চায়, যাতে ওদের কারবার ফুলেফেঁপে ওঠে। কে সুবিধা পাবে, সেটা আইন ঠিক করে না, এখানে তোলাবাজ, গুন্ডারা সব সিদ্ধান্ত নেয়।’’
সেই সঙ্গে মোদী বলেন, ‘‘পিএম আবাস যোজনায় ৫০ লাখের বেশি ঘর মঞ্জুর করা হয়েছে বাংলায়। জল-জীবন যোজনায় ৮০ লক্ষ ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছে বিজেপি। এই লাখ লাখ পরিবার জলসঙ্কটে ভুগছিল। উজ্জ্বলা যোজনায় ১ কোটি ২৫ লক্ষ পরিবার রান্নার গ্যাস পেয়েছে। বাংলার ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, যাতে গরিবের ঘরে উনুন বন্ধ না হয়। কোনও বাচ্চা যেন অভুক্ত না থাকে। পিএম গ্রাম সড়ক যোজনায় বাংলায় ২০ হাজার কিলোমিটারের বেশি জাতীয় সড়ক হয়েছে। তালিকা এতই দীর্ঘ যে, গোনা যাবে না।’’