সংবাদ অনুক্ষণ ডেস্ক : সোমবার চতুর্থ দফা নির্বাচন দেশের ১০টি রাজ্যে ৯৬ আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসন রয়েছে। এই আসনগুলি হল হরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল,বর্ধমান পূর্ব, বোলপুর এবং বীরভূম।
পশ্চিমবঙ্গের টি লোকসভা কেন্দ্র মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৫০৭। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩ হাজার ৬৪৭। আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । চতুর্থ দফা লোকসভা নির্বাচনে এর আগের তিন দফার তুলনায় কুইক রেসপন্স টিমের সংখ্যা কমেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, শেষ দফায় ভোট ১ জুন এবং ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।
previous post