সংবাদ অনুক্ষণ ডেস্ক: ঘনিয়ে আসছে ‘রেমাল’। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর মোকাবিলায় আগেভাগে প্রস্তুত পূর্ব রেল। পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শনিবার সকালে সাইক্লোনে পরিণত হওয়ার পর রাতে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সরতে থাকবে রেমাল। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। দক্ষিণ ২৪ পরগনার উপকূলে সুন্দরবনে রেমালের আঘাত হানার সম্ভাবনা রয়েছে । সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানান রেলের আধিকারিক। ‘রেমাল’-এর কারণে বাতিল হচ্ছে শিয়ালদহ দক্ষিণ এবং বারাসত-হাসনাবাদ বিভাগের ট্রেন। রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। বাতিল হওয়া ট্রেন গুলি রয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। সঙ্গে বেশ কিছু ট্রেনের সময় বদল হয়েছে।
হাওড়া বিভাগের বাতিল একাধিক ট্রেন শনিবার থেকে। শনিবার একাধিক হাওড়া-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। রবিবারও ওই লাইনে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি, একাধিক হাওড়া-সিঙ্গুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের বিষয়টি ঘোষণা করা হবে স্টেশনে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।