সংবাদ অনুক্ষণ সংবাদদাতা, মুর্শিদাবাদ: ঝাড়খণ্ড থেকে ফোনে খুনের হুমকি পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। শনিবার এই অভিযোগ নিয়ে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিধায়ককের ব্যক্তিগত হোয়াট্সঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে দু’দিন ধরে ফোন গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানাজায়। বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন জাকির। তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
এই অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশের এক কর্তা জানান, ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ফোন এসেছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য সমস্ত চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল।’’ আর বিধায়ক জানান এমন বেশ কয়েকটি উড়ো ফোন পেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘বেশ কিছু ‘থ্রেট কল’ (হুমকি ফোন) পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবে।’’
বছর তিনেক আগে জাকির হোসেনের উপর নিমতিতা স্টেশনে প্রাণঘাতী হামলা হয়েছিল। কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশন থেকে যখন ট্রেন ধরতে যান, সেই সময় সেখানে বোমা বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন জাকির হোসেন-সহ আরও বেশ কয়েক জন। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। ওই হামলার পর জাকিরের হাতে এবং পায়ে একাধিক বার অপারেশন হয়েছে। তবে এখনও জাকির স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারেন না।