সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা : ভোট মিটতেই গণনা নিয়ে চিন্তায় শাসক ও বিরোধী সব রাজনৈতিক দলগুলির। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নিজেই বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। রবিবারে অধীর বলেন, ‘‘আমরা কর্মীদের বলেছি, গণনা শেষ না-হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র আঁকড়ে বসে থাকতে হবে। কোনও ভাবেই কারও কথা শুনে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসা যাবে না।’’ শনিবার বুথফেরত সমীক্ষার যে পূর্বাভাস সামনে এসেছে, তাতে বাম-কংগ্রেস তো বটেই, তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে কোথাও কোথাও হতাশা কাজ করছে। সেই কারণেই রাজনৈতিক দল গুলি তাদের কর্মীদের আশ্বস্ত করবার জন্য বিভিন্ন রকম টিপস অবলম্বন করছেন। এই সমীক্ষা দেখে হতাশ হয়ে গননা কেন্দ্রে যেন কোনো রকমের কর্মীদের দুর্বলতা না কাজ করে।