সাফিক শেখ, মুর্শিদাবাদ : দিন কয়েক আগে নেপালের মেচিনগর ঝাপা এলাকায় আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারত সহ আরো ছটি দেশ। প্রতিযোগিতায় সব মিলিয়ে প্রায় হাজারের বেশি প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা টু ব্লকের অন্তর্গত তোপিডাঙ্গা হাই মাদ্রাসার দুই ছাত্রী অংশগ্রহণ করেন আর এতেই তোপিডাঙ্গা হাই মাদ্রাসা সহ এলাকাবাসীর মুখে হাসি এই দুই খুদে কন্যাকে নিয়ে কেন জানেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে এনেছে তিনটি পুরস্কার। হেমা খাতুন বয়স ১২ ক্লাস সিক্সের ছাত্রী তিনি এই প্রতিযোগিতায় দুটি স্থান অধিকার করেছে সেকেন্ড এবং থার্ড হয়েছে এবং আরো একজন প্রতিযোগিনী ইয়াসমিন খানাম বয়স ১৪ ক্লাস নাইনের ছাত্রী তিনিও অংশগ্রহণ করে থার্ড পুরস্কার ছিনিয়ে নিয়েছে ভারতের হয়ে প্রতিযোগিতায়। অনেক জায়গায় শুনে যায় মহিলাদেরকে কিডন্যাপ, রেগিং, ইভটিচিং রাস্তাঘাটে করে। সেই থাকে অনেকেই মনে করছেন মুক্তির জন্য সেল্ফ ডিফেন্স শিখাটা জরুরী।