জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করছেন রোগীর আত্মীয়-স্বজনরা।
সংবাদ অনুক্ষণ, মুর্শিদাবাদ: আরজি কর কান্ডের ঘটনার দিন থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা লাগাতার নানান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও তারা একটি পথযাত্রা মাধ্যমে বহরমপুর শহরে জুড়ে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি করেন এবং সেই পদযাত্রায় জুনিয়র ডাক্তার সহ নার্সর পড়ুয়ারাও অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রোগীর আত্মীয়-স্বজনরাও ক্ষোভ ফুঁসছেন আন্দোলনের দিন থেকেই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন করার কারণে তাদের রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত হয়েছে ফলে রোগীরা প্রচন্ড ভোগান্তিতে ভুগছে।