মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি।
সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা :
নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানালেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি ব্যবস্থা লাগে এবং যত অর্থ খরচ হয়, তা বহন করবেন তিনিই।
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই বলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। এ বার সরাসরি আইনি সাহায্যের কথাও জানালেন তিনি। একই সঙ্গে মঙ্গলবার শুভেন্দু বলেছেন, যদি আন্দোলনকারীদের মারধর করা হয় তবে তিনি পথে নামবেন। দরকার হলে অবরোধ করবেন।
নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কার কথা সোমবারই জানিয়েছিল রাজ্য পুলিশ। এ ব্যাপারে সতর্ক করে তারা এ-ও বলেছিল, নবান্ন অভিযানে সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে। এমনকি, পুলিশকে বলপ্রয়োগে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর পরে সোমবার রাত থেকে নিখোঁজ হয়ে যান নবান্ন অভিযানের আহ্বয়াক ছাত্র সমাজের চার নেতা। পরে পুলিশ জানায়, নবান্ন অভিযানের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাদের গ্রেফতার করা হয়েছে। এর পরই ধৃতদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার সকালে গাড়িতে বিধানসভায় যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দুকে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের শুভেন্দু বলেন, ‘‘অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাঁদের আমি ছাড়াবো। যা যা আইনি ব্যবস্থা দরকার, তার জন্য যা খরচ হবে সবটাই আমরা বহন করব।’’
শুভেন্দু জানিয়েছেন যে, মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে তাঁর আইনজীবীরা ওই মামলাটি পেশ করবে। আর মামলাটি করা হবে ‘মমতা-পুলিশ’-এর বিরুদ্ধে। শুভেন্দু বলেন, ‘‘মামলা হবে মমতা পুলিশের বিরুদ্ধে। বিশেষ করে বিনীত গোয়েল (কলকাতা পুলিশ কমিশনার) আর রাজীব কুমার (রাজ্যপুলিশের ডিজি) এবং প্রবীণ ত্রিপাঠী (হাওড়ার পুলিশ কমিশনার)-এর বিরুদ্ধে। ’’
( বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। )