জাস্টিস ফর আরজিকর স্লোগান নিয়ে বিশেষভাবে চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীরা এই মিছিলে যোগ দেন। তাঁদের প্রতীকী মরদেহ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিবন্ধীরা পথে নামেন।
সংবাদ অনুক্ষণ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা এক প্রতিবাদী মিছিলে করে। “জাস্টিস ফর আরজিকর” স্লোগান নিয়ে বিশেষভাবে চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীরা এই মিছিলে যোগ দেন। তাঁদের প্রতীকী মরদেহ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিবন্ধীরা পথে নামেন।
মিছিলে যোগ দেন দৃষ্টিহীন, কথা বলার অক্ষম, চলতে না পারা অসংখ্য প্রতিবন্ধী। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রতিবাদে অংশগ্রহণ করতে আসেন তাঁরা। মিছিলটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে গির্জার মোড় পেরিয়ে টেক্সটাইল মোড়ে এসে শেষ হয়।
প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরে আরজিকর কাণ্ডের ন্যায়বিচার দাবিতে পথে নেমেছেন। এই প্রতিবাদ মিছিলে তাঁরা তাদের দাবির প্রতি জনমানসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।