বহরমপুর লিপিকা গার্লস হাই স্কুলে জেলা এ বি টি এ সংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা হয়ে গেল। তাতে জেলার বিভিন্ন মহকুমা থেকে শিক্ষক , শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা নানান প্রতিযোগিতার বিষয়ে অংশ গ্রহণ করেন।
সংবাদ অনুক্ষণ অনলাইন : প্রতি বছরের মতো এবছরও সোমবার বহরমপুর লিপিকা গার্লস হাই স্কুলে জেলা এ বি টি এ সংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল। তাতে জেলার বিভিন্ন মহকুমা থেকে শিক্ষক , শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা নানান প্রতিযোগিতার বিষয়ে অংশ গ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় ডোমকল মহকুমার প্রতিযোগীরা ১১টি পুরস্কার পেয়েছে। প্রথম হয়েছেন চার জন, ২য় -৫জন,৩য় -২জন। শিক্ষকদের প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম ডোমকল থানার ফতেপুর গ্রামের সুলাইমান এবং আবৃত্তি ৯ম -১০ম বিভাগে প্রথম ভগীরথপুরের মাসুদ সর্দার, একক নৃত্যে (৭ম -৮ম )প্রথম সেজতি সাহা ডোমকল বালিকা বিদ্যালয়। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম সুলাইমান মাস্টার জানান জেলায় প্রথম স্থান অধিকার করতে পেরে খুব খুশি হয়েছি। প্রথম চার জন রাজ্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে ২৯ শে সেপ্টেম্বর হুগলীর শেওড়াফুলিতে।