মুর্শিদাবাদবাসীর বহু প্রতীক্ষিত নশিপুর রেল ব্রিজ দিয়ে গড়াবে যাত্রীবাহী ট্রেনের চাকা! হবে দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান!
সংবাদ অনুক্ষণ, মুর্শিদাবাদ : আগামী ২রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনে থেকেই মুর্শিদাবাদবাসীর বহু প্রতীক্ষিত নশিপুর রেল ব্রিজ দিয়ে গড়াবে যাত্রীবাহী ট্রেনের চাকা! হবে দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান! যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে এমটাই দাবী করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের তিনি বলেন, ” ২ রা অক্টোবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করবেন। আগামী দিনে আরও অনেক ট্রেন এই রুটে চলবে।” তিনি আরও বলেন, ” ২০২৪ সালেই বেশ কয়েকটি লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন এই আজিমগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাবে মুর্শিদাবাদ স্টেশন থেকে নশিপুর রেল ব্রিজের উপর দিয়ে।”চলতি বছরের শুরুতেই শেষ হয় নশিপুর রেলব্রিজের কাজ। এর কয়েক মাস পর গত ২ মার্চ কৃষ্ণনগর থেকে নশিপুর রেলব্রিজের ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধায়ক বলেন,” গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি উদ্বোধনের পর থেকে পন্যবাহী ট্রেন চলছিল, এবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে”।উল্লেখ্য, ২০০৫ সাল- মুর্শিদাবাদের সাথে শিয়ালদার সরাসরি যোগাযোগের জন্য রেল লাইন পাতা ও রেলব্রিজ তৈরির কাজ শুরু হয়। ২০১০ সালে এই রেল ব্রিজ তৈরির কাজ শেষ হয়। তারপর ভাগীরথী দিয়ে বয়েছে বহু জল। আজিমগঞ্জ- নশিপুর রেলব্রিজ- চালু হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের রেল যোগাযোগের দূরত্ব কমবে, সাথে মুর্শিদাবাদের সঙ্গে দিল্লির রেলপথের দূরত্ব কমে যাবে অনেকটাই। উত্তরবঙ্গ থেকে সরাসরি দূর পাল্লার ট্রেন কম সময়ে মুর্শিদাবাদের উপর দিয়ে কলকাতায় পৌছতে পারবে।