সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প(NSS) নামক এই বইটি সারা ভারত তথা সারা বাংলায় সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা একটি পাঠ্য বই
নিজস্ব প্রতিবেদন : পূর্ব মেদিনীপুর থেকে প্রকাশিত হল তরুণ লেখক,সমাজকর্মী, কাউন্সেলর,সমাজচিন্তক, সাহিত্য পত্রিকার সম্পাদক এবং অতিথি অধ্যাপক জয়দেব বেরার লেখা NSS বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় স্তরের সিলেবাস ভিত্তিক একটি বই। বইয়ের নাম- “সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প(NSS)”।বিশেষজ্ঞদের মতে, এই বইটি সারা ভারত তথা সারা বাংলায় সর্বপ্রথম বাংলা ভাষায় লেখা একটি পাঠ্য বই।এই বইয়ের মুখবন্ধ লিখেছেন বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS এর প্রোগ্রাম অফিসার মাননীয় ড.সচ্চিদানন্দ রায় মহাশয়।এই বই প্রসঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এন.এস.এস. স্বেচ্ছাসেবক মাননীয় পল্লব বিশ্বাস বলেছেন,”NSS এর স্বেচ্ছাসেবক হিসাবে জয়দেব বেরাকে আমি অভিনন্দন জানাচ্ছি তাঁর এই মহৎ কাজের জন্য। NSS এর বাংলা ইতিবৃত্তে এই প্রথমবার অন্ধকার কুহেলিকায় সুন্দর ভাবে বাংলা ভাষায় উনার লেখা NSS বইটি আগামী প্রজন্মকে আলোর দিশা দেখাবে এই আশা রাখি।” বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS এর প্রোগ্রাম অফিসার মাননীয় ড.সচ্চিদানন্দ রায় মহাশয়ের মতে, ” বর্তমানে নতুন শিক্ষানীতিকে সামনে রেখে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ‘জাতীয় সেবা প্রকল্পকে’ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঠ্যসূচির অন্তর্ভুক্তির মানদন্ডে দাঁড়িয়ে তরুণ লেখক ও সমাজ চিন্তক জয়দেব বেরা যে ভাবনা ও চিন্তার সন্নিবেশ ঘটিয়েছেন তাকে কুর্নিশ জানাই।এই বিষয়ে উপর বাংলায় সুচিন্তিত গ্রন্থ এর আগে প্রকাশিত হয়নি। স্বাভাবিক কারণেই সমাজচিন্তক জয়দেব বেরা- এর এই বইটি এক অনন্য নজির সৃষ্টি করেছে।” এবং NSS এর বিভিন্ন অ্যাওয়ার্ডস প্রাপ্ত স্বেচ্ছাসেবক নয়ন মিঞা বলেছেন ” আমি এন.এস.এস.-এর বই পড়েছি তবে সেগুলো ছিল ইংরেজি মাধ্যমে, তাই ওইগুলি পড়ে অতটা স্পষ্ট ছিলাম না।এখন জয়দেব স্যারের লেখা NSS এর এই বাংলা ভার্সন বইটি পেয়ে আমি পুরোপুরি স্পষ্টভাবে এন.এস.এস. বিষয়টি আসলে কী জিনিস তা ভালোভাবে জানতে পেরেছি। আমি আমার স্যারদের কাছেও জানতে পারি যে, ভারতে এখন পর্যন্ত কোন বাংলা ভার্সনের NSS বই প্রকাশ হয়নি। তারপর হঠাৎ একদিন ফেসবুকে জয়দেব স্যারের একাউন্টে দেখতে পেলাম যে NSS এর বই পাবলিশ হয়েছে। তখনই সঙ্গে সঙ্গে বইটা সংগ্ৰহ করার সিদ্ধান্ত গ্রহণ করি।”