রবিবার সকাল ৭ টা শুরু হয় এই প্রতীকী অনশন । বহরমপুরের রবীন্দ্রসদনের সামনে প্রতীকী অনশনে বসলেন সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবীরা।
নিজস্ব সংবাদ , বহরমপুর: কলকাতায় ধর্মতলায় চলছে জুনিয়ার ডাক্তারদের অনশন। তার সমর্থনে এবার বহরমপুরে প্রতীকী অনশন শুরু করলেন নাগরিক সমাজের সদস্যরা । রবিবার সকাল ৭ টা শুরু হয় এই প্রতীকী অনশন । বহরমপুরের রবীন্দ্রসদনের সামনে প্রতীকী অনশনে বসলেন সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবীরা। আরজি কর কান্ডে বিচারের দাবির সঙ্গেই উঠে আসছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দুরীকরণের দাবি। জুনিয়ার ডাক্তাদের দাবির সমর্থনে এদিনের প্রতীকী অনশন থেকেও সরব নাগরিক সমাজের সদস্যরা।
নাট্যকর্মী সীমা সরকার বলেন, ” আরজি করের ঘটনার প্রেক্ষিতে আমরা নড়ে উঠেছিলাম। আমাদের রাগ বাড়ছিল। বারবার বহরমপুর শহরের মানুষ একজোট হয়েছি। ১৪ আগস্ট বিশাল জনসমাবেশ হয়েছিল। মানুষ ফুঁসছিল। তারপর থেকে আমরা লাগাতার পথে রয়েছে। মানুষের হাত ধরে পথে রয়েছে। উৎসবে আমরা মাতিনি। আমরা প্রতিবাদে ছিলাম। শহরে মিছিল, নীরব জমায়েত , মানব বন্ধন হয়েছে”। তিনি আরও বলেন, “আমাদের সন্তানরা অনশন করছেন। আমরা প্রতীকী অনশন করে তাঁদের সমর্থনে পথে নেমে এসেছি”।
কলকাতার ধর্মতলায় ৮ দিনে পড়েছে জুনিয়ার ডাক্তারদের অনশন। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন জুনিয়র ডাক্তা । অসুস্থ অবস্থায় অনুষ্টুপ মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যালে। সিসিইউ বিভাগে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসক মহল সূত্রে খবর, গত শনিবার থেকে অনশনে বসা জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক ।