ভৈরব নদীতে দীর্ঘ দিন ধরে বিসর্জন হয়ে আসছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি ভগিরথপুরের আশপাশের গ্রাম গুলিতে যতগুলো প্রতিমা হয়ে থাকে তার বিসর্জন এই ঘাটেই আড়ম্বরপূর্ণ ভাবে হয়ে থাকে।
নিজস্ব প্রতিবেদন, ডোমকল : রবিবার দুপুরের পর থেকেই মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুরের ভৈরব নদীর তীরে বিসর্জন দেখতে উপচে পড়ল ভিড়। প্রাচীন ঐতিহ্য ভরা ভগিরথপুর, জমিদার না থাকলেও জমিদারি আনা রয়েছে এখনো। ভগিরথপুর জুড়ে, ভগিরথপুরের আনাচে কানাচে রয়েছে এখনো ভগ্ন প্রায় সুবিশাল দালান তাতে দেখা যায় এখনও বিভিন্ন শিল্পীর নক্সা। নতুন করে বলার কিছু নেই এই ভগীরথপুরের ভৈরব নদীতে দীর্ঘ দিন ধরে বিসর্জন হয়ে আসছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি ভগিরথপুরের আশপাশের গ্রাম গুলিতে যতগুলো প্রতিমা হয়ে থাকে তার বিসর্জন এই ঘাটেই আড়ম্বরপূর্ণ ভাবে হয়ে থাকে।
দশমীর দিন মণ্ডপ থেকে কাঁধে করে দুর্গা মা কে আনা হয় ভৈরব নদীর তীরে । রবিবার দুপুরের পর থেকেই নৌকায় পরিক্রমার পর বির্সজন দেওয়া হয়।দুপুরের পর সময় যতই গড়ায় ততই নদীর দুই তীরে মানুষের ভিড় বাড়তে থাকে । যেন মেলার রূপ নেয় এই বিসর্জন কে কেন্দ্র করে । রং খেলা থেকে আতশবাজি সবই ফাটানো হয় এই নদীর তীরে । ফলে ভ্রাতৃত্বের নজির গড়ে উঠতেও দেখা যায় ভৈরবের তীরে।