ডেনার প্রভাবের মাঝেই সামসেরগঞ্জ ও ফারাক্কায় ঘটেছে নৌকা ডুবির মতো ঘটনা। কোনরকম বিপদ এড়াতে প্রশাসনিক তৎপরতার মাঝেই যাত্রীদেরও সচেতন হওয়া জরুরি।
সংবাদ অনুক্ষণ ডেস্ক : ঘূর্ণিঝড় ডেনার জেরে প্রশাসনিক সতর্কতার মাঝেই মুর্শিদাবাদের বিভিন্ন ফেরি ঘাটে চলছে ফেরি পারাপার। তবে যাত্রীদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব ক্রমশ বাড়ছে জেলার সর্বত্রই। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে সামশেরগঞ্জ ও ফারাক্কায় ঘটেছে গঙ্গায় নৌকা ডুবির মতো ঘটনা। দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে সর্তক করা হচ্ছে । ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন বিশেষ সতর্কতা জারি হয়েছে প্রশাসনের। তবুও বৃহস্পতিবার সকালে দেখা গেল জেলার বিভিন্ন ফেরি ঘাটে চলছে নৌকা। নদী পার হচ্ছেন যাত্রীরা।
ঘাট মালিকের দাবি প্রশাসনের নির্দেশ থাকলেও যাত্রীদের কথা ভেবে একটি নৌকা পারাপার করছে। তবে আবহাওয়া খারাপ হলে তা বন্ধ করে দেওয়া হবে। ঘাট কতৃপক্ষের আরও দাবি প্রশাসনের নির্দেশ থাকলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে নদী পারাপারে। অন্যান্য দিনের তুলনায় এদিন নৌকায় অনেকটাই কম যাত্রীর দেখা মিলেছে। তবে যাত্রীদের দাবি আবহাওয়া খারাপ হলে তারা ফেরি পারাপার এড়িয়ে চলবেন। বাধ্য হয়েই প্রয়োজনীয় কাজে নদী পথ বেঁছে নিয়েছেন। ডেনার প্রভাবের মাঝেই সামসেরগঞ্জ ও ফারাক্কায় ঘটেছে নৌকা ডুবির মতো ঘটনা। কোনরকম বিপদ এড়াতে প্রশাসনিক তৎপরতার মাঝেই যাত্রীদেরও সচেতন হওয়া জরুরি। ( ছবি : ফতেপুর সুন্দলপুর ফেরি ঘাট)