বকাবকি করতেই চরম সিদ্ধান্ত কলেজ ছাত্রীর। মামার বাড়ি থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। অকালে মেয়েকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। সামান্য বকাবকিতে এমন কান্ড ঘটে যাওয়ায় হতবাক সকলেই।
সংবাদ অনুক্ষণ ডেস্ক : প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। বকাবকি করতেই চরম সিদ্ধান্ত কলেজ ছাত্রীর। বহরমপুরে মামার বাড়ি থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, সাগরপাড়ার চকচৈতন এলাকার বাসিন্দা বছর ১৮ র তরুণী পড়াশোনার জন্য বহরমপুরের মনীন্দ্রনগরে মামার বাড়িতেই থাকতো। বহরমপুর গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে। পরিবারের দাবী, কিছুদিন ধরেই সাগরপাড়ার এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। তা জানাজানি হতেই শুক্রবার সন্ধ্যায় ছাত্রীকে ফোনে বকাবকি করে দাদা। এরপরই রাত সাড়ে ৯টা নাগাদ মামার বাড়িতে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কলেজ ছাত্রীকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেহ ময়নাতদন্ত হয়। অকালে মেয়েকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। সামান্য বকাবকিতে এমন কান্ড ঘটে যাওয়ায় হতবাক সকলেই।