যারা আবাসে যোজনার ঘর পাওয়ার যোগ্য সেই গ্রামের হত দরিদ্ররা পাচ্ছেন না ঘর, যাদের পাঁকা দোতলা বাড়ি রয়েছে তাদেরই আবারও ঘর পাওয়ার তালিকায় নাম আছে। এই অনিয়মের প্রতিবাদেই বি ডি ও অফিসে ডেপুটেশন।
সংবাদ অনুক্ষণ অনলাইন : আবাস যোজনায় অনিয়ম এই ইস্যুতে ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে ডেপুটেশন।মুর্শিদাবাদের জলঙ্গী বি ডি ও অফিসে আজ সোমবার সি পি আই এম- এর এই দাবিতে ডেপুটেশন। স্থানীয় সি পি আই এম নেতৃত্ব দাবি করেন যারা আবাসে যোজনার ঘর পাওয়ার যোগ্য সেই গ্রামের হত দরিদ্ররা পাচ্ছেন না ঘর,আর যাদের পাঁকা দোতলা বাড়ি রয়েছে তাদেরই আবারও ঘর পাওয়ার তালিকায় নাম আছে। এই অনিয়মের প্রতিবাদেই মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর বি ডি ও সুব্রত মল্লিকের কাছে ডেপুটেশন জমা করলেন।
তার সঙ্গে সিপিএম নেতারা আরো জানান, শস্য বীমার যে টাকা সেটা যেন সঠিক ভাবে বন্টন করা হয়। যোগ্যরা যেন পান সেদিকেও যেন ভিডিও সাহেব নজর রাখেন সে বিষয়েও ভিডিও সাহেবের কাছে তারা জানিয়েছেন। এভাবে যোগ্যরা না পেয়ে অযোগ্যরা একাধিকবার যদি এই টাকা পান তাহলে তো রাজ্যের কোষাগার শূন্য হতে বাধ্য হবে এবং প্রজন্ম তাতে ক্ষতিগ্রস্ত হবে।