ফুটবলমহলে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, এমবাপ্পে জাতীয় দলে যোগ দিতে প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে দেশঁ শেষ পর্যন্ত তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেন।
সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক: খারাপ সময় যেন কাটছেই না কিলিয়ান এমবাপ্পের। প্রথমে এল ক্লাসিকোতে হার, তারপর এসি মিলানের সঙ্গেও হার। দুই ম্যাচে একটিও গোল পাননি তিনি। এবার নেশনস লিগে ফ্রান্সের স্কোয়াড থেকেও বাদ পড়লেন তিনি। সকলকে অবাক করে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ।
সম্প্রতি নেশনস লিগে ইতালি এবং ইজরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর জন্য ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ। সেখানে নাম নেই এমবাপ্পের। এই সিদ্ধান্তে ফুটবলমহলে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, এমবাপ্পে জাতীয় দলে যোগ দিতে প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে দেশঁ শেষ পর্যন্ত তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেন।
জাতীয় দলের হয়ে এটি টানা চতুর্থ ম্যাচ যেখানে এমবাপ্পে অনুপস্থিত থাকবেন। এর আগে গত মাসে ইজরায়েল এবং বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ম্যাচগুলোতেও তিনি ছিলেন না। সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচগুলিতেও ফর্মে দেখা যায়নি ফ্রেঞ্চ তারকাকে।
বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে দুটি গোল করলেও অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। যেগুলো সুযোগ পেয়েছিলেন সেগুলো সোজা কিপারের হাতে মারেন। এবার বাদ পড়লেন ফ্রান্সের জাতীয় দল থেকেও।