কার্তিকের শেষেই কমল তাপমাত্রা। আগামী দুই দিন সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার আকাশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
সংবাদ অনুক্ষণ অনলাইন সংবাদদাতা : কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে! শুক্রবার থেকেই কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরে দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। কিন্ত শুক্রবার সেই সর্বনিম্ন তাপমাত্রা কমে হল ২০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়ার রাতের তাপমাত্রা ছিল সবচেয়ে কম। সেখানে রাতের তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শ্রীনিকেতনে রাতের তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণে রাতের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল বসিরহাটে। সেখানে রাতের তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বসিরহাট ছাড়া দক্ষিণের বাকি সব জায়গাতেই রাতের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে। দার্জিলিঙে রাতের তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল বালুরঘাটে। সেখানে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।