‘‘আবাসে সুপার চেকিং চলছে। এর পরেও কারও কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে। কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে। সংশোধিত তালিকা আবাসের থাকবে। এর পরেও যদি কারও কোনও আপত্তি থাকে। কিছু বলার থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন।’’
সংবাদ অনুক্ষণ অনলাইন : প্রকাশিত হয়েছে আবাস যোজনার খসড়া তালিকা। সরকারি সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় আবাস তালিকায় বাদ গিয়েছে প্রায় ত্রিশ শতাংশ নাম। জেলার ২৬টি ব্লকের মধ্যে ডোমকল, বেলডাঙা ১ ও বহরমপুরে মতো বেশ কয়েকটি ব্লকে বেশি উপভোক্তার নাম বাদ গিয়েছে তালিকা থেকে । উপভোক্তাদের নামের খসড়া তালিকা টাঙানো হয়েছে ব্লক অফিসে, এসডিও অফিস, জেলা শাসকের অফিস । তালিকা দেখা যাবে সরকারি ওয়েব সাইটেও । আপনার নাম আছে কিনা ক্লিক করেই জেনে নিতে পারেন- murshidabad.gov.in ওয়েব সাইটে । সেখানে গেলেই দেখা যাবে বিভিন্ন ব্লকের নাম। রয়েছে পিডিএফ তালিকা।
মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছিলেন , ‘‘আবাসে সুপার চেকিং চলছে। এর পরেও কারও কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে। কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে। সংশোধিত তালিকা আবাসের থাকবে। এর পরেও যদি কারও কোনও আপত্তি থাকে। কিছু বলার থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন।’’
ডোমকল ব্লকের নাম বাদ গিয়েছে প্রায় ৫০০০ হাজার জনের, বহরমপুর ব্লকে ২০৫৮৮ জনের মধ্যে বাদ গিয়েছে ৮৩৫৭ জনের নাম। এই ব্লকে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে। লালগোলা ব্লকে আবাসের তালিকায় ১১০২০ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ৩০১৬ জনের। ৩৩১ জনের সার্ভে এখনও সম্ভব হয়নি। লিস্টে নাম রয়েছে ৭২০৬ জনের। হরিহরপাড়া ব্লকে আবাসের তালিকায় বাদ গিয়েছে ৩৪৭৯ জনের নাম । ৫৫১২ জনের নাম রয়েছে তালিকায়। এখানেও ২৫৯ জনের সার্ভে এখনও কমল্পিট করা যায়নি। কান্দি ব্লকে ৭৬৭৫ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ২০২৬ জনের। তালিকায় নাম রয়েছে ৫১২৬ জনের। এখানেও ৫৭৯ জনের সার্ভে করা যায়নি।