আজকে দেরি হয়ে গিয়েছে বাকি অন্যান্য দিন আমি সঠিক সময়ে উপস্থিত হয় বিদ্যালয়ে।
নিজস্ব সংবাদদাতা : স্কুলে বরাবরই দেরি করে আসেন প্রধান শিক্ষক-সহ অন্য বেশ কয়েকজন সহ-শিক্ষক ও শিক্ষিকা। ফলে নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছেও বন্ধ দরজার বাইরে অপেক্ষা করতে হয় পড়ুয়া এবং অভিভাবকদের। পরীক্ষার দিন ও তার ব্যতিক্রম ঘটেনি তাই শেষমেশ ক্ষুব্ধ হয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা একসহ শিক্ষিকা বারোটার সময় যখন স্কুলে প্রবেশ করে তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ জানাই।
ডোমকলের গঙ্গাদাসপাড়া প্রাইমারি স্কুলের অভিভাবকদের অভিযোগ লাগাতার এ রকম হওয়ায় তাঁরা শিক্ষকদের বলেছিলেন। এইরকম দেরি করে আসলে যেহেতু মেইন রাস্তার ধারে স্কুল তাই বাচ্চা ছেলেদের যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই মেনগেট যেন যথাসময়ে খোলা হয় এবং বাচ্চারা যেন রাস্তায় না ঘোরাঘুরি করে। কিন্তু তারপরেও কোন সুরাহা হয়নি।
অভিভাবকেরা জানিয়েছেন, ‘আমরা একাধিকবার এই বিষয়ে বলেছি কিন্তু কোন সুরাহা হয়নি তাই আজ বিক্ষোভ। কোন সন্তানের অভিভাবকের ভালো লাগবে স্কুল এসে যদি ফিরে যাই শিক্ষক আসেনি এ কথা বলে তাই আজ স্কুলে সচেতন অভিভাবকেরা এসে এই বিক্ষোভ করছেন’। তার সঙ্গে অভিভাবকেরা আরো একটি অভিযোগ তুলেছেন স্কুলের পরিবেশ খুবই খারাপ যেখানে সেখানে আবর্জনা স্কুল পরিষ্কার করা হয় না তাই তারা প্রধান শিক্ষকের সাসপেন্ড দাবি করেছেন।
বিক্ষোভের মুখে পড়া এক সহ শিক্ষিকা জানিয়েছেন ‘বাড়ির কাজ থাকার কারণে আজকে দেরি হয়ে গিয়েছে বাকি অন্যান্য দিন আমি সঠিক সময়ে উপস্থিত হয়’ ।
পরে প্রধান শিক্ষককে ফোনে পাওয়া যায় এবং তিনি জানান ‘আমি একা মানুষ তো তাই মিড ডে মিলের বাজার করতে দেরি হয়ে যায়’।