মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত ভৈরব সেতুতে যান চলাচল বন্ধ করা হচ্ছে। সেতুতে লোড এর কাজের জন্য এই সিদ্ধান্ত। তবে এই রাস্তায় যান চলাচল বন্ধ তাই যাত্রীদের কে বিকল্প রাস্তায় যাতায়াতের আহ্বান জানিয়েছেন। আপাতত ঠিক হয়েছে, তিনদিনের জন্য যান চলাচল বন্ধ করা হবে। কোন পথে যাতায়াত করতে হবে এখন ?
সংবাদ অনুক্ষণ অনলাইন ডেস্ক : মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত ভৈরব সেতুর একটি অংশে ‘ধস’ নামে। বেশ কিছুদিন আগে সেই ধসের অংশ মেরামতি করা হয় কিন্তু তারপরেও আবারো ভারী যানবাহন চলাচলের পক্ষে কতটা ক্ষমতা রয়েছে ব্রিজের সেটা পরীক্ষা-নিরীক্ষা করবার জন্য সূত্রের খবর আগামী তিন দিন যান চলাচল বন্ধ করা হয়েছে । কর্মব্যস্ত দিনে ব্রিজের উপর বাস চলাচল বন্ধ হওয়ায় ব্যাপক ভোগান্তির শিকার হতে হবে নিত্যযাত্রীদের। ছোট গাড়ির ক্ষেত্রে বিকল্পরুট এবং বড় গাড়ির ক্ষেত্রেও বিকল্পরুটের ব্যবস্থা করা হয়েছে।
ছোট গাড়ির ক্ষেত্রে বিকল্প যে রুটের ব্যবস্থা করা হয়েছে জলঙ্গি – ডোমকল- ডোমকল পুরনো ভিডিও মোড়- গাবতলা- ভগীরথপুর- ফতেপুর হাট- সুন্দরপুর ঘাট- স্বরুপপুর- হরিহরপাড়া- ভাকুড়ি- বহরমপুর।
অধিকাংশ ছোট গাড়ি প্রাইভেট গাড়ির মালিকেরা প্রশ্ন তুলছেন ফতেপুর সুন্দরপুর ফেরি ঘাটে যেহেতু ব্রিজের ব্যবস্থা নেই সেখানে ছোট গাড়ি কিভাবে পারাপার সম্ভব এবং সেই পারাপার কতটা নিরাপদ এবং যেকোনো চার চাকা পারাপারে এক পার ৮০ টাকারও বেশি নিয়ে থাকে সেই পারাপার কি সরকারের তরফ থেকে কিছুদিনের জন্য মুকুব করা হবে? এটাতো অতিরিক্ত খরচ বলে মনে করছে, যাওয়া আসার ক্ষেত্রে যেখানে ১৫০ টাকা থেকে ২০০ টাকা খরচ হয়ে যাচ্ছে সেটা নিত্যদিনের প্রাইভেট গাড়ির মালিকেরা এমনটাই জানাচ্ছেন।