26.1 C
Murshidābād
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
কর্মখোঁজ

রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের অধীনে Accountant ও Data Manager দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ডিএম অফিসের পক্ষ থেকে। মোট শূন্য পদ ৯টি, Accountant ১ টি (UR) , Data Manager পদে ৮ টি (UR-১টি, EWS-১টি, OBC-১টি, SC-৪টি, ST-১টি)

শিক্ষাগত যোগ্যতা
অ্যাকাউন্টেন্স পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স গ্র্যাজুয়েট সহ একাউন্টান্সি অনার্স করে থাকতে হবে সেই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
ডাটা ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্যাজুয়েট করে থাকতে হবে সেই সঙ্গে কম্পিউটার টাইপিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স সীমা
উভয় ক্ষেত্রে জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন
একাউন্টান্স পদের নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫০০০ টাকা এবং ডাটা ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের ১১০০০ টাকা দেওয়া হবে ।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি (https://murshidabad.gov.in/) ডাউনলোড করে বিজ্ঞাপনের নিম্নাংশে আবেদন পত্রটি প্রিন্টআউট বের করে নিতে হবে । এরপর আবেদনটি নিরভুল ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এর কপিযুক্ত করে মুখবন্ধ খামে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিজে গিয়ে জমা করতে পারেন ।

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবেনা।

প্রয়োজনীয় ডকুমেন্টস
1) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট ।
2) বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ।
3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট ।
4) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ।

নির্বাচন প্রক্রিয়া

Accountant:-
লিখিত পরীক্ষা হবে ৭০ মার্কের ।
Arithmetic ২০ মার্ক, English ২০মার্ক, General Awareness ১০ মার্ক, General Intelligence ১০মার্ক, Accountancy ১০মার্ক
কম্পিউটার টেস্ট ১০ মার্ক ।
ইন্টারভিউ ২০ মার্ক ।
Data Manager:-
লিখিত পরীক্ষা হবে ৬০ মার্কের ।
Basic Computer Knowledge ৩০ মার্ক
Arithmetic ১০ মার্ক , English ১০ মার্ক, General Awareness ১০ মার্ক ।
কম্পিউটার টেস্ট সঙ্গে টাইপিং টেস্ট (30 wpm) ২০ মার্ক ।
ইন্টারভিউ ২০ ।


চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে । আবেদন শুরু ১৪-৭-২০২৩ থেকে আবেদনের শেষ ৪/৮/২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত।

Related posts

রিসার্চ ফেলো প্রয়োজন কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে, কারা আবেদন করবেন?

admin

প্রজেক্ট সায়েন্টিস্ট প্রয়োজন আইআইএসইআর কলকাতায়, কী ভাবে আবেদন করবেন?

admin

রাজ্য পুলিশে ১০২৫৫ পদে কনস্টেবল নিয়োগের সুযোগ

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য