16.3 C
Murshidābād
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
দেশ

রাহুল গান্ধী ফিরে পেলেন সাংসদ পদ ,

সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক: সোমবার দিনের শুরুতেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফে তাঁর শাস্তি স্থগিত করা হয়েছিল। আর সোমবার-ই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ এবারে তিনি সাংসদ হিসেবে ফের সংসদে প্রত্যাবর্তন ঘটবে তাঁর। রাহুল গান্ধী কবে সংসদে আসেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

সুরাতের আদালত রাহুল গান্ধী কে মোদী পদবী অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত আদালতের বিচারক। ওই শাস্তির জন্যই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। এমনকি, রাহুলের আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু শুক্রবার সুরাত আদালতের দেওয়া সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা সুগম হয়।

শুক্রবারের সুপ্রিম স্থগিতাদেশের পরই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি পেশ করে কংগ্রেস। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সঙ্গে রাহুলজির পদ খারিজ করেছিলেন, তেমনই সক্রিয়তা দেখা যাবে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও”। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও বলেন, ‘‘রাহুলজিকে সাংসদ পদ ফিরিয়ে দিতেই হবে”।শুক্রবারের পর সোমবারই বসে লোকসভার অধিবেশন। সোমবার সকালেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে লোকসভার স্পিকারের সচিবালয়। অন্যদিকে বিরোধী শিবির মঙ্গলবার সংসদে মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে, সাংসদ পদ ফিরে পাওয়ায় রাহুলও মঙ্গলবার উপস্থিত থাকতে পারেন সংসদে।

Related posts

জল্পনা তুঙ্গে চাঁদে নামছে কবে চন্দ্রযান থ্রি

Admin@sangba

দাদা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় আবেগতাড়িত ইরফান

Admin@sangba

রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১০০ টাকা।

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য