16.3 C
Murshidābād
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
রাজ্য

উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না

সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক , কলকাতা: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে কলকাতা হাইকোর্টের  বিচারপতি জানালেন সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। এর আগে ২০২২ সালের ২১ নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ছাড়পত্র দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। আজ, বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণে যোগ্য নয়। ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ডিভিশন বেঞ্চের রায় আরও জানিয়েছে, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই দুটি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে সেই কারণেই উচ্চ প্রাথমিকের পাঠ্য শিক্ষকরা প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্য নয়। উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাথমিক স্তরে কোন প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে যোগ্য নয়। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই প্রাথমিক স্তরে পড়ানোর যোগ্য। সেই রায়ের সঙ্গে সমন্বয় রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় বলে মনে করছে আইনি মহল।

Related posts

জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী সুপ্রিম কোর্টে! ইন্দিরা জয়সিংহ

admin

অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি, রাতেই ভর্তি করানো হল আরজি করে

admin

দ্বিতীয় দফায় ১৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য