26.1 C
Murshidābād
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
রাজ্য

মমতার ভরসা যাদবপুরে রাজন্যায় দলের বিস্তার ঘটাতে


সংবাদ অনুক্ষণ ওয়েবডেস্ক , কলকাতা: সঙ্কটকালে বড় দায়িত্বে সোনারপুরের মেয়ের। গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে তাঁর বক্তৃতার পরেই রাজ্য রাজনীতিতে আলোচ্য হয়ে ওঠেন রাজন্যা। এ বার যাদবপুরে দলের ছাত্র সংগঠন মজবুত করতে তাঁকেই সামনে চায় তৃণমূল।
 
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কিছু কিছু শক্তি থাকলেও এখনও পর্যন্ত যাদবপুরে উল্লেখযোগ্য শক্তি নেই তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)। এ বার সেই খামতি পূরণে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, স্বয়ং দলনেত্রীর নির্দেশেই শুক্রবার রাতেই বৈঠকে বসে টিএমসিপি। আগেই এ নিয়ে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৈঠক হয়েছে। সেখানে কী ভাবে যাদবপুরে শক্তিশালী ইউনিট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা হয়। এর পরেই শুক্রবার রাতে ঘোষণা করলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
 
টিএমসিপি সূত্রে জানা গিয়েছে, নেতৃত্বের কাছে প্রথম পছন্দ রাজন্যা হলেও এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিকের নামও ভাবনার মধ্যে ছিল। তবে শুক্রবার রাতের বৈঠকে ইউনিটের সভাপতি হিসাবে রাজন্যার নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের  নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব পেলেন রাজন্যা হালদার।সঞ্জীব প্রামাণিককে করা হয়েছে ইউনিটের চেয়ারপার্সন।

Related posts

চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনে নির্বাচন

Admin@sangba

১০০ দিনের কাজের টাকা তৃণমূল খেয়ে নিয়েছে, দাবি মোদীর

Admin@sangba

West Bengal Madhyamik Exam 2024 : সময় বদল মাধ্যমিক পরীক্ষার

Admin@sangba

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য