এলাকাবাসীদের পাশাপাশি বাইরের মানুষজনও এই হাটে এসে কেনাবেচা করছেন তাদের মালপত্র।পসরা সাজিয়ে বসেছেন দুর দুরন্তের ব্যবসায়ীগন ।পাইকারি দরে মিলবে শাড়ি, কাপড়-সহ সুতির নানা বস্ত্র।
সংবাদ অনুক্ষণ অনলাইন : ঐতিহ্যবাহী জমিদারি ভগীরথপুরের সবজিরহাট। আশপাশের প্রায় সমস্ত গ্রামের মানুষের পরিচিত ও জনপ্রিয় এই ভগীরথপুর সবজিরহাট, সপ্তাহে দুদিন বসে সকাল ছয়টা থেকে দুপুর এক টা পর্যন্ত প্রতি বুধ ও রবিবার। কিন্তু সেই ভগীরথপুর সবজিরহাটে ঈদের আগেই খুলে গেল জামা কাপড়ের অর্থাৎ বস্ত্রের হাট প্রতি সপ্তায় একদিন শনিবার দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত।সেখানে পাওয়া যাবে বিভিন্ন রকম শাড়ি, চুড়িদার, ছেলেদের জামা ও প্যান্ট। ভগীরথপুর কাপুরেরহাট উদ্বোধনের আজ দ্বিতীয় সপ্তাহের হাট হোলির দিন যেমন আপামর হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা পালন করে আবির খেলা ছেন তার সাথে যত দুপুর গড়িয়েছে তাদের স্বজনদের পোশাক কেনাকাটাতে এই হাটে ভিড় করতে শুরু করেছেন। তার সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের যে উৎসব আসছে খুশির ঈদ তারও কেনাকাটা করতে স্বপরিবারে নতুন জামা কাপড় কিনতে এই হাটে ফলে জমে উঠেছে সব মিলিয়ে বলায় চলে যে ভগীরথপুরের কাপড়ের হাট। বিক্রেতা রঞ্জু জানান ‘বিক্রি তুলনামূলক ভালোই হচ্ছে যদিও প্রচারের আওতায় সেভাবে এখনো কাপড়ের হাট হচ্ছে ভগীরথপুরে মানুষ বুঝতে পারেনি কিন্তু বিক্রি হাটে বেশ ভালোই হচ্ছে’।