সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে।
সংবাদ অনুক্ষণ অনলাইন : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিন দিন দাম বৃদ্ধিতে জর্জরিত আমজনতা।বেকারের কর্মের সুযোগ করে দিতে যখন ব্যর্থ তখন এই বেতন বৃদ্ধি কী খুব প্রয়োজন ছিল বলছেন কিছু আমজনতা।সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এতদিন সাংসদরা মাসিক ১ লক্ষ টাকা করে বেতন পেতেন। এবার সেটা বেড়ে হবে ১ লক্ষ ২৪ হাজার টাকা। সেই সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা বেড়েছে ২৫ শতাংশ। আগে যে ভাতা ছিল দৈনিক ২ হাজার টাকা। সেটাই এবার বেড়ে হল আড়াই হাজার টাকা। সেই সঙ্গে প্রাক্তন সাংসদদের পেনশনের অঙ্কটাও বাড়ল একই হারে। আগে যে পেনশনের অঙ্কটা ছিল মাসে ২৫ হাজার টাকা। এবার সেটা বেড়ে হচ্ছে মাসিক ৩১ হাজার টাকা। এর বাইরে প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনের অঙ্কটা ২০০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকা হচ্ছে।নতুন এই বেতনবিধি চালু হচ্ছে ১ এপ্রিল ২০২৩ সাল থেকে। অর্থাৎ গত প্রায় দুবছরের বর্ধিত বেতনের টাকা সাংসদরা ‘এরিয়ার’ হিসাবে এককালীন পাবেন। কেন্দ্র সরকারি সূত্র বলছে, আয়কর আইন মেনেই মুদ্রাস্ফীতির সঙ্গে খাপ খাওয়াতে যাতে সাংসদদের সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই এই বেতনবৃদ্ধির সিদ্ধান্ত। তাৎপর্যপূর্ণভাবে কোনও বিরোধী দলও সরকারের এই সিদ্ধান্তের কোনও প্রতিবাদ করেনি।