সংবাদ অনুক্ষণ অনলাইন: আজ ২ মে, বৃহস্পতিবার সকাল নয়টায় এ বার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিকের।এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গতবছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। প্রথম স্থান:উত্তর দিনাজপুরের অদৃতা সরকার । তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়।দ্বিতীয় স্থান:১) অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯৪।২) সৌম্য পাল। বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৪।তৃতীয় স্থান:১) ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯৪।চতুর্থ স্থান:১) মহঃ সেলিম। নিরোল উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯২।২) সুপ্রতীক মান্না। কন্টাই মডেল ইনস্টিটিউট। প্রাপ্ত নম্বর ৬৯২।পঞ্চম স্থান:১) সিনচান নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউট। প্রাপ্ত নম্বর ৬৯১।২) চৌধুরী মহঃ আসিফ। কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯১।৩) দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৯১।৪) সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯১।ষষ্ঠ স্থান:১) অউন্চ দে। ফালাকাটা উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯০।২) জ্যোতি প্রসাদচট্টোপাধ্যায়। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯০।৩) রুদ্রানিল মাসান্তা। গোরাসোলে মুরালিধর হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।৪) অঙ্কন মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।৫) অভ্রদীপ মন্ডল। সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯০।সপ্তম স্থান:১) দেবার্ঘ্য দাস। ফালাকাটা উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।২) অঙ্কন বসাক। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।৩)আরিত্রা দে। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।৪) দেবাদ্রিতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯।৫) সোরিন রায়। অমরগড় উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।
previous post