বিভিন্ন স্কুলের আগত প্রতিযোগীদের ভিড় সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল তার সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি কম ছিল না।
নিজস্ব প্রতিবেদন : ভগিরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাঠে অনুষ্ঠিত হল ডোমকল চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার। এদিন ডোমকল চক্রের সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে।গোটা মাঠ রংবেরঙের নানান রকম পতাকা দিয়ে সেজে উঠেছিল। উদ্বোধন করেন ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম এবং সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালগুলির শিক্ষক-শিক্ষিকামণ্ডলী। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন মহম্মদ সেলিম । খুব সুন্দরভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।জাতীয় সঙ্গীতের পর খেলার পর্ব শুরু হয়।এলাকার দর্শক এই প্রতিযোগিতা দেখতে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান।