নীল দিগন্তে ফুলের আগুন লেগেছে। রাত পোহালেই রঙের উৎসবে মেতে ওঠার পালা। দোলে জমে উঠেছে রঙের বাজার।
সংবাদ অনুক্ষণ অনলাইন: লাল, সবুজ, হলুদ থেকে গেরুয়া, নানা রঙে নিজেদের রাঙিয়ে তোলার দিন। তাইদোলের রঙে রঙিন বাজার ও রঙিন শহরবাসীর মন। আবির খেলার প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে।সঙ্গে রমজান মাস তাই সম্প্রীতির বার্তা সবার। বিক্রেতা অলকেল বলেন, রংবেরঙের আবিরের চাহিদা সবচেয়ে বেশি। জলরঙের চাহিদা কম। সঙ্গে চাহিদা আছে পিচকারি, মুখোশ, অন্যান্য সামগ্রীর।সব মিলিয়ে দোলের বাজার জমজমাট।
