মঙ্গলবার ডেক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলারক্ষা কমিটি ।
সংবাদ অনুক্ষণ ডেস্ক : তৃণমূল দলের শৃঙ্খলারক্ষা কমিটি শো কজ়ের উত্তরে সন্তুষ্ট নয়হুমায়ুন কবীরের। আগামী মঙ্গলবার শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে হুমায়ুনকে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেখানেই তাঁকে কড়া নির্দেশ দেওয়া হবে। তাঁর আচরণ সম্পর্কে।
তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সব রাজনৈতিক দলের মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বার বার বলছে, যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলছে, বলেছে, তা ওর ব্যক্তিগত জায়গা থেকে। কিন্তু একজন বিধায়ক হয়ে এটা ও ব্যক্তিগত ভাবে বলতে পারে না।”শোভনদেব জানান, শো কজ়ের জবাবে হুমায়ুন যা বলেছেন, তা সন্তোষজনক নয়। তার পরেই তিনি বলেন, “হুমায়ুনকে কাল ডেকে পাঠানো হয়েছে। ওকে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে আসতে হবে। আমরা ওকে কিছু নির্দেশ দেব। সেগুলো মানতেই হবে।” তবে বার বার দলের শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগ ওঠায় ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।