শো কজ়ের চিঠি বিধায়ক হুমায়ুন কবীরের হোয়াট্সঅ্যাপে পাঠানো হয়েছিল। প্রথমে তিনি সম্ভবত দেখননি। শুক্রবার শোভনদেব তাঁর সঙ্গে কথা বলার পর চিঠিটি দেখেছেন, তৃণমূল সূত্রে খবর।
সংবাদ অনুক্ষণ অনলাইন : শো কজ়ের উত্তর দেওয়ার সময় দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা কিন্তু সেই সময় পেরিয়ে গিয়েছে। তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জানালেন তিনি ‘সময়ের মধ্যেই’ শো কজ়ের জবাব দেবেন। তৃণমূল সূত্রে খবর, বিধায়কের সঙ্গে কথা বলে সোমবার পর্যন্ত তাঁকে জবাবের সময় দেওয়া হল। শুক্রবার সন্ধ্যায় পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুনকে ফোন করেছিলেন। এবং ফোনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর শো কজ় চিঠির প্রাপ্তিস্বীকার করে জানিয়েছেন, ‘যথাসময়ে’ তিনি দলকে তাঁর জবাব জানাবেন।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ক হুমায়ুন কবীর কিছু কথা বলেছেন। তাঁর ওই মন্তব্যের জেরে তাঁকে শো কজ় করেছে তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি। হুমায়ুনকে শো কজ় অবশ্য নতুন ঘটনা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন মন্ত্রী। আবার দুঃখপ্রকাশও করেছেন। এর আগে গত বছরের নভেম্বরেও শো কজ় করা হয়েছিল তাঁকে। সে বার হুমায়ুন বলেছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানেন। কিন্তু তৃণমূল যদি আগামিদিনে তাঁকে টিকিট না দেয়, বেঁচে থাকলে সেই ‘অপকর্মের’ জবাব দেবেন। এ বারের ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কারণ, হুমায়ুনকে শো কজ় করার খবর প্রকাশ্যে আসার পরে পশ্চিমবঙ্গ মিমের রাজ্য সভাপতি ইমরান শোলাঙ্কি তাঁকে তৃণমূল ছেড়ে মিমে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এখন দেখার, চিঠির কী জবাব দেন হুমায়ুন এবং তৃণমূল তাঁকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী করে।