১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। আপনার মাসে যত টাকা ইচ্ছা করবে ততটাই আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনার টাকা কোনও বাজার ঝুঁকি থাকবে না।
সংবাদ অনুক্ষণ ডেস্ক: বর্তমান সময়ে ঝুঁকি না নিয়ে যদি লাভের টাকা কম পান তাহলেও তারা সঠিক জায়গায় বিনিয়োগ করতে পছন্দ করেন। পোস্ট অফিসে রয়েছে রেকারিং ডিপোজিট স্কিম। যদি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার হাতে মোটা টাকা আসতে পারে। এখানে সঠিক পথে যদি বিনিয়োগ করেন তাহলে দেখা যাবে আপনি ফিক্সড ডিপোজিটের থেকেও ভালো টাকা পেতে পারেন।পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে সময় থাকে ৫ বছর। সুদের হার থাকে ৬.৭ শতাংশ। এই টাকা প্রতি তিন মাস অন্তর সুদ হিসাবে আপনি পাবেন। যদি আপনি মাসে ৭ হাজার টাকা করে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে ৫ বছরে ৫ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। ১০ বছরে এই টাকার পরিমান হবে ১২ লক্ষ টাকা।যদি আপনি আরও ৫ বছর ধরে একে চালিয়ে যেতে পারেন তাহলে আপনি মোট জমিয়ে ফেলবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা। সেখানে সুদের হার থাকবে ৬.৭ শতাংশ করে। তাহলে আপনার হাতে সুদ আসবে ৩,৫৫,৯৮২ টাকা। আপনার হাতে মোট চলে আসবে প্রায় ১২ লক্ষ টাকা।এখানে বিনিয়োগের প্রধান সুবিধা হল আপনি মাসে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। আপনার মাসে যত টাকা ইচ্ছা করবে ততটাই আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনার টাকা কোনও বাজার ঝুঁকি থাকবে না। ফলে সেখানে আপনি নিশ্চিন্ত হতে পারবেন। এই রেকারিং ডিপোজিটের সময় থাকে ৫ বছর। তবে আপনি একে ৫ বছর করে বাড়াতে পারেন। ফলে নিজের মতো করে টাকা সঠিকভাবে পরিকল্পনা করে বাড়ানো সহজ বিষয়। এখানে বিনিয়োগের সময় একজন নমিনিকে রাখতে পারেন। যদি আপনার কোনও সমস্যা হয় তাহলে সে এই টাকা অতি সহজেই পেয়ে যাবে। তবে বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য জেনে তবেই বিনিয়োগ করবেন। যদি আপনি ঠকে যান তাহলে তার দায় সংবাদ অনুক্ষণ নেবে না।