পুলিশ আধিকারিকরা পরিস্থিতি দেখে অবাক হয়ে যান। মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও, ছোট বোন তাঁর জামাইবাবুর সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।
সংবাদ অনুক্ষণ অনলাইন : উত্তরপ্রদেশের মথুরার কারনালের বাসিন্দা এক তরুণী ১২ বছর আগে নৌঝিল গ্রামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তাদের দু’টি সন্তান রয়েছে বর্তমানে। পাঁচ বছর পর ওই তরুণীর ছোট বোনেরও বিয়ে হয় এবং তাঁর দু’টি সন্তান হয়। সমাজের অজান্তেই ছোট বোন এবং বড় বোনের স্বামী একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমে অন্ধ হয়ে দু’জনে গত চার মাস থেকে শ্যালিকা ও জামাইবাবু এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।এরপর এই সম্পর্ক তরুণীর ভাই তাঁর জামাইবাবুর উপর রেগে ধমক দিয়ে বলেন, ”তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আমার বড় বোনের স্বামী, আর তোমার দু’টি সন্তান আছে। এখন তুমি আমার ছোট বোনের সঙ্গে থাকতে চাও?” এতে জামাইবাবু রেগে যান এবং দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।ফলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পুলিশ আধিকারিকরা পরিস্থিতি দেখে অবাক হয়ে যান। মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও, ছোট বোন তাঁর জামাইবাবুর সঙ্গে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন। এদিকে, বড় বোন এই ঘটনায় ভেঙে পড়েছেন।