দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় ৩৭ তম বর্ষে প্রতি বছরের মত এ বছর মুর্শিদাবাদ জেলা তথা নদিয়া ও মালদহ জেলার প্রতিযোগীরা যোগ দেন সাঁতার প্রতিযোগিতায়। ফলে এই সাঁতার প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় এলাকা বাসি।
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা এ বছর ৩৭ তম বর্ষে পদার্পণ করলো বলে জানান আয়োজক সংস্থার এক অন্যতম সদস্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা তথা মালদা ও নদীয়া থেকে আগত প্রতিযোগী ফলে বর্তমান সময়ে যে এই সমস্ত প্রতিযোগিতা গুলো প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই অংশগ্রহণ দেখে আয়োজক কমিটি অত্যন্ত খুশি এবং উৎসাহ পেয়েছে বলে তারা জানান। প্রতিযোগিতাটি হয় মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফতেপুর ভৈরব নদীতে দুপুর থেকেই নদীর পাড়ে মানুষের ঢল নামে সাঁতার প্রতিযোগিতা দেখবে বলে এবং সেই প্রতিযোগিতা কে কেন্দ্র করে নদীর পাড়ে উৎসবের আমেজ নেই । ফলে নানান রকম খাবার থেকে শুরু করে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন সম্মানীয় বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উদ্যোক্তা সংস্থা জানাই শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টাই এই আয়োজন সার্থক করা সম্ভব নয় । এই আয়োজন সার্থক হয়েছে তাদেরই প্রচেষ্টায় দেখছেন এই যে হাজার হাজার দর্শক তারা কিন্তু আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা করে আসছে কোথাও কোনো রকমের অভিযোগ বা গন্ডগোল ছাড়াই আমরা এ বছরও সুষ্ঠুভাবে এই সাঁতার প্রতিযোগিতা শেষ করতে পেরেছি।